বিভিন্ন মাধ্যমে কাজ করা মোট ২৭ জন সাংবাদিকের মধ্যে তিনজন ডেইলি সান সাংবাদিক ‘নগদ–ডিআরইউ সেরা রিপোর্টিং পুরস্কার ২০২৫’-এ বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন। এ তিনটি পুরস্কার জয়ের মাধ্যমে ডেইলি সান এ বছর সব মিডিয়া হাউসের মধ্যে সবচেয়ে বেশি সেরা রিপোর্টের সম্মান অর্জন করেছে।
পুরস্কারপ্রাপ্ত ডেইলি সান প্রতিবেদকরা হলেন— মৌসুমী ইসলাম, এহসানুল হক জসিম এবং রাফিকুল ইসলাম। রবিবার রাজধানীর শেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট ও অর্থমূল্যসহ বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।
সিনিয়র স্টাফ রিপোর্টার মৌসুমী ইসলাম আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে ‘ছোট উদ্যোক্তা, বড় প্রভাব: বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসার নীরব সংগ্রাম’ শীর্ষক রিপোর্টের জন্য পুরস্কৃত হন। স্টাফ রিপোর্টার এহসানুল হক জসিম ‘CADRE WITHOUT MERIT! ৩০তম, ৩১তম বিসিএস-এ ৪১ জন অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত’ রিপোর্টের জন্য সদিচ্ছা ও দুর্নীতি (তদন্ত) বিভাগে পুরস্কার পান। সিনিয়র স্টাফ রিপোর্টার রাফিকুল ইসলাম স্বাস্থ্য বিভাগে তার সিরিজ রিপোর্ট ‘দেশীয় প্রবৃদ্ধি শক্তিশালী, রপ্তানি সম্ভাবনা বেশিরভাগ অব্যবহৃত’–এর জন্য পুরস্কৃত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী।
বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর। তারা গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরলে দ্রুত সমাধান সম্ভব হয়। তিনি অনুসন্ধানী রিপোর্টিং চালিয়ে যাওয়ার পাশাপাশি ত্রুটি চিহ্নিত করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকারের ইতিবাচক কাজ তুলে ধরার পাশাপাশি গঠনমূলক পরামর্শ দিলে জবাবদিহিতা বাড়ে, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সহায়ক।
পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন — মোহাম্মদ সালাহ উদ্দিন, সাজ্জাদুর রহমান, এমএ নোমান, জিয়াউল ইসলাম, সাখাওয়াত প্রিন্স, দীপন নন্দী, মো. শরিফুল ইসলাম, শেখ হারুন, মো. আবু সেলেহ রনি, মো. রাহেনুর ইসলাম, শওকত আলী পালাশ, মো. জসিম উদ্দিন, হেলিমুল আলম বিপ্লব, মিরাজ শামস, শাহ ইমন, আবু জাহেদ মো. সেলিম, আলমগীর হোসেন, রাজিব ঘোষ, ইমদাদ হক, মো. ইউসুফ আলী, সুশান্ত সিঙ্কা, শাহনাজ শারমিন, মাহেদী আজাদ মাসুম এবং হাসান আরিফ।
বিডিপ্রতিদিন/কবিরুল