বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ, দীক্ষা ও দেশপ্রেমের চেতনায় বিএনপির তিন প্রজন্মের নেতৃত্ব বিকশিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলাল বলেন, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমান-তিনজনই রাজনীতিতে জাতীয়তাবাদী দীক্ষা ও দেশপ্রেমের শিক্ষা পেয়েছেন মওলানা ভাসানীর আদর্শ থেকে।
তিনি বলেন, সাধারণ জীবনযাপন করলেও মওলানা ভাসানী ছিলেন অসাধারণ চিন্তার রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দূরদর্শী রাজনৈতিক কর্মকৌশল আজও দেশের রাজনৈতিক অঙ্গনে সমানভাবে প্রাসঙ্গিক।
আলাল আরও উল্লেখ করেন, মওলানা ভাসানী যে ‘ধানের শীষ’ প্রতীকের মাধ্যমে নির্বাচন করতেন, তা এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতীক। শহীদ জিয়াউর রহমান এই প্রতীককে জনগণের মাঝে প্রতিষ্ঠা করে নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেন।
তিনি বলেন, মওলানা ভাসানীর জীবন আমাদের শেখায়-সাধারণ জীবন, উচ্চ চিন্তা। তার জীবন থেকে অন্তত একটি ভালো গুণ গ্রহণ করতে পারলে স্মরণসভা সত্যিকার অর্থেই সফল হবে।
বিডি প্রতিদিন/এমআই