বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। আবুধাবি টি-টেন লিগে অংশগ্রহণের জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফ এই টুর্নামেন্টকে আয়ারল্যান্ড সিরিজের আগে প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন। তাকে দলে ভিড়িয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স।
বর্তমানে দেশের ক্রিকেটে আলোচিত নাম সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিজের স্থান নিশ্চিত করেছেন এই টপ অর্ডার ব্যাটার। এবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেকের মাধ্যমে তিনি নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।
টুর্নামেন্টে রয়্যাল চ্যাম্পিয়নস দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সাকিবের বিপক্ষে খেলার সুযোগ নিয়ে রোমাঞ্চিত সাইফ বলেন, 'আয়ারল্যান্ড সিরিজের আগে পুরো টুর্নামেন্ট খেলতে পারব না। যত খেলতে পারব, অভিজ্ঞতা তত বাড়বে।'
সাইফ ছাড়াও আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশি আরও কয়েকজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাসকিন আহমেদ ও নাহিদ রানা দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, যদিও নাহিদ রানা আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে থাকায় এনওসি পাননি।
বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়াকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সাইফ।
সাইফ হাসান আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এনওসি পেয়েছেন, আয়ারল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরে আসবেন।
বিডি প্রতিদিন/মুসা