২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ এফ–এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্মেনিয়া। তবে নিষেধাজ্ঞার কারণে দলে থাকছেন না অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি।
বাংলাদেশ সময় রবিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় পর্তুগালের পোর্তোর স্তাদিও দো দ্রাগাওতে শুরু হবে ম্যাচটি।
আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হার গ্রুপে জমিয়ে তুলেছে উত্তেজনা। তারপরও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। তবে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আর্মেনিয়ার বিপক্ষে এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতেই হবে রবার্তো মার্তিনেজের দলকে।
রোনালদোর অনুপস্থিতি অবশ্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেলেকাওদের জন্য। দারা ও’শেরের সঙ্গে সংঘর্ষে ঘুষি মারার ঘটনাতেই লাল কার্ড দেখেছিলেন রোনালদো, যার ফলে আজ তাকে দেখা যাবে না মাঠে। তার জায়গায় মূল একাদশে সুযোগ পেতে পারেন গনসালো রামোস বা তরুণ ফরোয়ার্ড চিকো কনসেসাও।
পর্তুগালের সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে ডিফেন্সে থাকবেন রুবেন ডিয়াজ, গনসালো ইনাসিও, দিয়োগো দালত ও হোয়াও ক্যানসেলো। মাঝমাঠে রুবেন নেভেসের সঙ্গে দেখা যেতে পারে হোয়াও নেভেস ও ভিতিনহাকে। আর আক্রমণভাগে নেতৃত্ব দেবেন বার্নার্দো সিলভা, রামোস ও জোয়াও ফেলিক্স।
আর্মেনিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও আশানুরূপ নয়। বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচেই হেরেছে তারা। পাশাপাশি পর্তুগালের বিপক্ষে কখনোই জিততে না পারার অতীত তাদের চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। তাই কাগজে-কলমে মার্তিনেজের দলই প্রবল ফেবারিট।
তিন পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পর্তুগালের সপ্তম বিশ্বকাপ মিশন। রোনালদোকে ছাড়াই সেই লক্ষ্য পূরণের অপেক্ষায় এখন পুরো পর্তুগাল।
বিডি প্রতিদিন/মুসা