মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে উপজেলা বিএনপি।
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই দিনটির তাৎপর্য তুলে ধরতে রবিবার বিকেল ৩টায় টঙ্গীবাড়ী বাজার সংলগ্ন বালুর মাঠে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় সুপ্রতিষ্ঠিত হয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই দিনের তাৎপর্য আজও স্মরণীয়।’
এছাড়াও বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার হরণ এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই র্যালিতে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে অংশ নেন। র্যালিটি টঙ্গীবাড়ী বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ও থানা মোড় প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। নেতাকর্মীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকায় এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
কর্মসূচির সমাপ্তি টানার আগে নেতারা দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার এবং চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য জোর আহ্বান জানান। তারা এই দিবসটিকে সিপাহি-জনতার ঐক্য ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন।
এ সময় টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি ভিপি আব্দুল হাই, আকতার হোসেন লাকরিয়া, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি,প্রচার সম্পাদক আব্দুর রহিম, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মল্লিক, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদ মজুমদার,
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মহসিন খান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মারুফ ইসলাম সেন্টু, যুবদল নেতা শামীম ঢালী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, ছাত্রদল নেতা তানভীর মল্লিক, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন দেওয়ান। এছাড়াও অঙ্গসংগঠনের নানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।