জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহের গৌরীপুরে নারী সমাবেশে হামলার বিচার ও উপজেলা বিএনপির আহ্বায়ক (বহিষ্কৃত) আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার দুপুরে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের কালীখলা এলাকায় এই মানববন্ধন পালিত হয়।
এতে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, মাহমুদুল ওয়াহাব মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শহীদুল্লাহ, সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া, সহনাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি একটি স্পেশাল টিম করে আপনি গৌরীপুরের ঘটনা তদন্ত করবেন। তদন্তে যদি আমাদের অপরাধ থাকে তাহলে আপনি যে শাস্তি দিবেন আমরা মাথা পেতে নেব। আর যদি না হয় তাহলে যারা এই ঘটনায় সম্পৃক্ত আছে তাদেরকে শাস্তি দেন।
এ সময় উপজেলা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ সকলের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বিএনপির মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। গত ৯ নভেম্বর মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে ইকবাল হোসেন ও আহাম্মদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-ভাঙচুর ও উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাত সহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মনোনয়ন বঞ্চিত গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ সহ পাঁচ জনকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
এছাড়াও ১০ নভেম্বর (সোমবার) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গৌরীপুর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৯ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত