ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ এবং সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা কলেজের সামনের হাসপাতাল রোড অবরোধ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী মুসকান ইসলাম বলেন, “কলেজের সামনের রাস্তার বাণিজ্যিক স্থাপনা ও যানজটের কারণে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। আমরা দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ চাই।”
শিক্ষার্থী তাহলিনা চৌধুরী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের কলেজের সামনে দৃষ্টিনন্দন গেট চাই। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে, তবুও ব্যবসায়ীরা উচ্ছেদে এগোচ্ছে না। তাই আমাদের আন্দোলন চলবে।”
কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান খন্দকার জানান, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কলেজের সামনে নিরাপত্তামূলক বেষ্টনী দেয়াল ও গেইট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে মার্কেট অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন