ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযান চালিয়ে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৫ নভেম্বর) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বার, এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামাল।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে জিনোদপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রউফকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে শিবপুরের আবু জাফর জামালকে রাত ১টার দিকে এবং শ্যামগ্রামের নাজিম উদ্দিন ধনু মেম্বারকে রাত ২টার দিকে তাদের বাড়ি থেকে আটক করা হয়।
আটক আব্দুর রউফের পরিবার জানায়, তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং সম্প্রতি হার্টে রিং পরানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত নেতাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের আছে। তদন্তের প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাদেরকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ