রংপুর-৩ সদর আসনের বিএনপি মনোনিত প্রার্থী সামসুজ্জামান সামু। রবিবার দুপুরে চেম্বার ভবন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, অবহেলিত রংপুর সদরে বিগত দিনে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা এলাকার কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জেল-জুলুমের শিকার হয়েছি। মনোনয়ন বঞ্চিত হয়ে কেউ মনে কষ্ট পেয়েছেন। আমার ভাইদের অনুরোধ করবো তারেক রহমানের নির্দেশে আমরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করি। সবাই ঐক্যবদ্ধ হয়ে রংপুর সদরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে কাজ করি।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর-৩ সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম