বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করে। জনগণের আমানতের কোনো খেয়ানত হবে না—এ বিষয়ে আমরা আশ্বস্ত করতে পারি। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। দিন শেষে আমাদের জনগণের কাছেই জবাবদিহি করতে হয়।’
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে নরসিংদী-১ (সদর) আসনের করিমপুর বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘আমরা আশা করি আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র-চক্রান্ত হোক, জনগণ কখনো ভুল করে না। তারা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনে অংশ নেবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশেই হবে—এ নির্বাচন পিছিয়ে দেওয়ার শক্তি কারো নেই। যারা অযৌক্তিক দাবি তোলে, তারা আসলে বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা করছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর খায়রুল কবির খোকন নির্বাচনি এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছেন। করিমপুর বাজারে তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে জেলা বিএনপি, শহর বিএনপি, করিমপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ