বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে গণসংযোগ করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রথমে রুদ্রপুর এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তৃপ্তি। পরে এলাকার জনসাধারণ, নারী ভোটার ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম হোসেন।
এ সময় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রুদ্রপুর এলাকার রাস্তা পাকা ও বন্যার পানি থেকে ফসলরক্ষা বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। শিক্ষিত নারীদের চাকরি ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে স্বাবলম্বী করতে সহযোগিতা করা হবে।
এ সময় তিনি ভোটারদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এমই