খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আব্দুর জব্বার (মেম্বার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মানিকছড়ি তিনটহরী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনটহরী যুব স্পোর্টিং ক্লাব ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান।
উদ্বোধনী খেলায় মানিকছড়ি যোগ্যাছোলা একাদশ ৪–২ গোলে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
আয়োজক কমিটি জানিয়েছে, মানিকছড়ি উপজেলার মোট ১৪টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সমাপনী ম্যাচের মাধ্যমে শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল