একে একে দুই যুগ অতিক্রম করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি।
এ উপলক্ষ্যে কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। তিনি কলেজকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দীন ও সাবেক ছাত্র এম হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজীব ও বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভির হোসেন।
অনুষ্ঠানের প্রথম ধাপে ছিল আলোচনা সভা, বিকেলে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই