পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের সব বিশ্ববিদ্যালয়কে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।
শনিবার ঢাকায় নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আয়োজিত ‘টেকসই প্লাস্টিকমুক্ত সামুদ্রিক পরিবেশ’ শীর্ষক ক্যাম্পেইনে তিনি এই আহ্বান জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি ও সহজলভ্য বিকল্প সরবরাহের মাধ্যমে প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব। মেয়েদের কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ তৈরিতে অংশগ্রহণের নির্দেশনাও দেন তিনি।
উপদেষ্টা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সুবিধাভিত্তিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আচরণগত পরিবর্তন অপরিহার্য। ‘প্লাস্টিক ফ্রি’ ধারণা ভুল বোঝাবুঝি তৈরি করলেও বাস্তবে এর পরিবেশগত খরচই সবচেয়ে বেশি বহন করতে হয়। স্থানীয়ভাবে পাট ও কাপড়ের মতো বিকল্প উপাদান সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীদের বিকল্প ব্যবহারে আরও উৎসাহিত করার তাগিদ দেন তিনি।
বঙ্গোপসাগর বিশ্বের নবম সর্বাধিক প্লাস্টিকদূষিত অঞ্চল—উল্লেখ করে তিনি বলেন, এর মূল কারণ দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং উজান থেকে ভেসে আসা প্লাস্টিক। পুনর্ব্যবহার জটিল ও জ্বালানি-নির্ভর হওয়ায় প্লাস্টিক উৎপাদন হ্রাস এবং উৎপাদকদের দায়িত্বশীল করা জরুরি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন— চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন—চুয়েটের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আসিফুল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. রিয়াজ আকতার মল্লিক। অনুষ্ঠানের চিফ প্যাট্রন ছিলেন SCIP Plastics Project, বাউহাউস-ইউনিভার্সিটাট ভাইমার (BUW)-এর প্রকল্প পরিচালক প্রফেসর ড.-ইং. একহার্ড ক্রাফট, জার্মানি এবং সভাপতিত্ব করেন SCIP Plastics Project- এর সায়েন্টিফিক ডিরেক্টর প্রফেসর ড. ম. ফারজানা রহমান জুথি।
বিডিপ্রতিদিন/কবিরুল