সকালের স্নিগ্ধ বাতাসে চা পাতার গন্ধ, চারদিকে নীরবতা। চা শ্রমিক দেবীর জন্য এটি ছিল অন্য দিনগুলোর মতো স্বাভাবিক ও শান্ত একটি দিন। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা, যা মুহূর্তেই শান্ত পরিবেশকে আতঙ্কে পরিণত করে।
চা-বাগানে পাতা তুলতে যাওয়া ৬০ বছর বয়সী শ্রমিক দেবীর ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে একটি ভাল্লুক। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর কোঠাগিরিতে।
খবর অনুসারে, ঝোপের আড়ালে লুকানো এই প্রাণী এতটাই আচমকা আক্রমণ করে তিনি পালানোর সুযোগ পাননি। আক্রমণে দেবীর বাঁ হাত ও বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা দ্রুত তাকে কোঠাগিরির সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে এখনও তিনি চিকিৎসাধীন।
বন বিভাগের একটি দল হাসপাতালে গিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। ইতোমধ্যে বনকর্মীরা বাগান এলাকায় অবস্থান নিয়ে ভাল্লুকটিকে শনাক্ত করে গভীর জঙ্গলে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল