মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর পৌর শাখার আয়োজনে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাগেরহাট জেলা নায়েবে আমির এবং বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, ‘আগামীতে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করব, শাসক হিসেবে নয়। সরকারের কোনো সম্পদ কিংবা সুযোগ-সুবিধা গ্রহণ করা হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই হবে আমাদের লক্ষ্য। সমাজ পরিবর্তনের জন্য ভালো মানুষের প্রয়োজন—ভালো মানুষ ছাড়া কোনো দফা বা পরিকল্পনা সফল হবে না। তাই নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ওলামা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আলতাফ হুসাইন, জামায়াতের ওলামা বিভাগের মোংলা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল রহমান এবং জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার আমির এম.এ. বারী।
বিডি-প্রতিদিন/জামশেদ