মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় আলদি বাজারে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন দোলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আকতার হোসেন মোল্লা।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন ব্যাপারীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন আমিনুল হক মহাসিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জামাল ও ঢালী মো. ওয়াহিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান তপন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এমই