কেন্দ্রীয় বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রতিকূলতা সত্ত্বেও দেশের নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন, জনগণের শক্তিতেই পতিত সরকারকে পালাতে বাধ্য করা হয়েছে এবং প্রকৃত স্বাধীনতা ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।
শনিবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে মহিলা দলের আয়োজনে মাগুরা-১ আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, এই প্রতিকূলতার মধ্যেও আপনারা যুদ্ধ করেছেন। আপনারা যুদ্ধ করেছেন একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আমরা জানি, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। সেই পর্যন্ত লড়াই করতে হবে, যে পর্যন্ত আমাদের মা–বোনেরা, আমাদের সন্তানেরা সত্যিকারের বাক-স্বাধীনতা, সত্যিকারের নাগরিকের পূর্ণ মর্যাদা, সত্যিকারের স্বাধীনতা না পায়।
তিনি বলেন, এই লড়াইয়ে আপনারাই সবচেয়ে বড় শক্তি। কারণ, বাংলাদেশে প্রতিটি যুদ্ধে নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সময় আরও বক্তব্য রাখেন মনোয়ার হোসেন খান, নিপুন রায় চৌধুরী, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল