ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার টানমশুরী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ত্রয়োদশ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে জয়ী করতে দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনা করা হয় দলের নীতিনির্ধারণী দিক, সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।
এছাড়া নেতৃবৃন্দ দলীয় কর্মসূচি বাস্তবায়নে ভবিষ্যৎ কৌশল নিয়ে মতবিনিময় করেন। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেন।
বিডি-প্রতিদিন/এমই