গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনি জনসভা করেছেন।
শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার ১৩৮ নম্বর মানিকদাহ কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির এ আয়োজনে গোপালগঞ্জ শহর ও এর আশপাশের এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. কে এম বাবর। তিনি বলেন, এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। গোপালগঞ্জে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট রাখতে হবে। এ সময় তিনি গোপালগঞ্জকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার সহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এমই