বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। সে জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। বিএনপি যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে নরসিংদীর মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড্যাব এর নরসিংদী জেলা শাখার উদ্দ্যোগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
খায়রুল কবির খোকন বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনসেবা করা। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থেকে কাজ করা। জনগণই রাষ্ট্রের মালিক। রাজনৈতিক সফলতার উৎস। জনগণকে বাদ দিয়ে অন্য কোনো চিন্তা যারা করেছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি জনগণের রাজনীতি করে। তাই বিএনপিকে যদি আপনারা আগামী দিন ক্ষমতায় পাঠান তাহলে আপনাদের সকল দাবি বাস্তবায়নসহ দেশকে ঢেলে সাজানো হবে।
ড্যাব এর নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ডা. মবিনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, সিভিল সার্জন ডা. সৈয়দ মুহাম্মদ আমিরুল হক শামীম, ড্যাব এর নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা শেষে দেশব্যাপি ডেঙ্গুজ্বর ও চিকনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিবৃন্দ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি বুথের মাধ্যমে ২৬ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত