‘চেতনায় নারী, বিপ্লবে নারী-গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এ স্লোগান নিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা কার্যালয়ে গাইবান্ধা পৌর মহিলা দল এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভার সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হেসেন বাবু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি সুলতানা খন্দকার মনি, সাধারণ সম্পাদক মাধবী সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও পৌর মহিলা দল এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু।
বক্তারা আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে মহিলা দলের কর্মীদেরকে একযোগে কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএম