রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল রাঙামাটির রফিক আহমদের ছেলে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার অভিযান চালিয়ে চকবাজারের মেহের ভবনের চতুর্থ তলা থেকে জামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চকবাজার ও রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক