বাংলাদেশের ইতিহাসে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করলেন হাবিবুর রহমান সোহান। শনিবার এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি।
মাত্র ৩৫ বলে সেঞ্চুরিটা পূরণ করেছেন তিনি। তাতেই রেকর্ডটা গড়া হয়ে গেছে তার।
কাতারের দোহাতে ‘এ’ গ্রুপের ম্যাচে হংকং বাংলাদেশকে দিয়েছিল ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। তবে সোহানের তাণ্ডবে বাংলাদেশ সেই লক্ষ্য তাড়া করে ফেলেছে ৫৪ বল হাতে রেখে।
প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু সোহান ঝড়ের। দ্বিতীয় ওভারে তিন চারের সঙ্গে আরও একটি ছক্কা। এরপর থেকে পাওয়ার প্লের প্রতি ওভারেই বড় বড় রান তুলেছেন তিনি।
শুরুর ৬ ওভার শেষেই বাংলাদেশের রান ছিল ১০৭। সবচেয়ে কম খরচে ওভার থেকেও রান এসেছে ১৩।
গতকাল এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বৈভব সূর্যবংশী করেছিলেন ৩২ বলে সেঞ্চুরি। এক পর্যায়ে মনে হচ্ছিল সেটাও বুঝি ছুঁয়ে ফেলবেন। ৩১ বলে রান ছিল তার ৯৬, তবে পরের ৪ রান নিতে তিনি খেলেন আরও ৪ বল।
তবে ৩৫ বলে সেঞ্চুরি করেও বাংলাদেশের রেকর্ডটা ভেঙে দিয়েছেন সোহান। যে কোনো ধরনের ক্রিকেটে এটিই এখন দেশীয় কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটা ছিল পারভেজ হোসেন ইমনের, ২০২০ সালে তিনি ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা গড়েছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক