বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শ্যামলীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় গুণী এই শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এ সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে থাকার সহমর্মিতার বার্তা আফরোজা নিজামীর প্রতি পৌঁছে দেন এবং তাঁর পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন ও ফরহাদ আলী সজীব প্রমুখ।
প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় বেতারমাধ্যমে বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামীর কণ্ঠ ভেসে আসত। তাঁর সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তাঁর কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি।
বিডি-প্রতিদিন/বাজিত