নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 'হাতেখড়ি খেলাঘর আসর'-এর পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ।
শনিবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন আয়োজন করা হয়। সংগঠনটির সোনারগাঁ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী নাজমূল ইসলাম লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতেখড়ি খেলাঘরের প্রধান উপদেষ্টা ওবায়দূর রহমান, নার্গিস হোসেন মাকসুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, শুপ্তি খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা খেলাঘরের সম্পাদকমন্ডলির সদস্য কাজল ভৌমিকসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, হাতেখড়ি খেলাঘর আসর সভাপতি ফারজানা ইয়াসমিন মনি, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জসিম উদ্দিনসহ বিদ্যালয়টির শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে হাতেখড়ি খেলাঘর আসরের নতুন কমিটি শপথবাক্য পাঠ করে। পরে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/এমই