ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোটচাদপুর-জীবননগর সড়কের কাটাখালি পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুন্দরপুর-খালিশপুর গ্রামের তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর বড় একটি মেহগনি গাছ দিয়ে তাদের পথ আটকে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ৩-৪ জন ধারালো দা ও লাঠি নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।
দুটি ট্রাকও এ সময় আটকে দেওয়া হয়। ট্রাকচালকদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেওয়া হয়েছে।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এমই