মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্ট্যান্ড এলাকায় লরির ধাক্কায় একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো–ম ৫১২২০৭) উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। এতে ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা সেতুর ঢালে ঢাকা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত চালক শাহাবুদ্দিন (২৭) এবং হেলপার ইয়াসিন (১৮)—নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকার হাউজিং ছাপা কারখানা ও সিদ্ধিরগঞ্জ থানার আটি গ্রামের বাসিন্দা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনের এক পাশ বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও রেকার এসে ক্ষতিগ্রস্ত ভ্যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গজারিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লরিটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানটিও রেকারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল