বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবার দিনের ভোট দিনেই হবে, রাতে হওয়ার কোনো সুযোগ নেই।
শনিবার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি ২০০৮ সালে চার দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করেছিলাম। তখন দেখেছি বাংলাদেশের অন্যান্য জেলায় জাতীয় সংসদ নির্বাচন স্বাভাবিক ও সুষ্ঠুভাবে হলেও গোপালগঞ্জ-১ আসনে হয়নি। নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি—ধানের শীষের কোনো এজেন্ট পাইনি। অথচ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে সকলের স্বাধীনভাবে ভোটাধিকার ও মত প্রকাশ করার কথা। আপনারা ২০১৮ সালে দেখেছেন দিনের ভোট রাতে হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালেও ডামি নির্বাচন হয়েছিল।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। আপনারা লেখনির মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কলম ধরেছিলেন, এ জাতিকে সহযোগিতা করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা জনগণ এবং আমাদের নেতাকর্মীদের পাশে থাকবেন। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়—সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদ সদস্য নির্বাচিত হব—এ আশা ব্যক্ত করছি। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখে ধানের শীষ প্রতীক দিয়েছেন, আমি যেন সেই প্রতীক নিয়ে বিজয়ী হতে পারি—এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কে মুসলমান, কে হিন্দু—এটাই বড় পরিচয় নয়; বড় পরিচয় হলো আমরা কাশিয়ানী-মুকসুদপুরের মানুষ। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবো। আমার জানা মতে, কাশিয়ানী-মুকসুদপুরে আর কোনো নিরীহ-নির্দোষ মানুষ মিথ্যা মামলা ও হয়রানির শিকার হবে না। প্রয়োজন হলে আমি প্রশাসনের সঙ্গে কথা বলে সহযোগিতা করবো, যেন এলাকার মানুষ ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুরে বুরহান লিটন, যুবদলের সদস্যসচিব আরিফুল ইসলাম পাভেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল
শিরোনাম
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান
গোপালগঞ্জ প্রতিনিধি
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর