ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে একটি বিয়ের অনুষ্ঠানে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের মঞ্চেই বরকে পরপর ছুরিকাঘাত করল এক দুষ্কৃতীকারী। তবে হামলাকারীকে পালাতে সাহায্য করতে গিয়েও সফল হতে পারেনি। কারণ, মঞ্চে থাকা ভিডিওগ্রাফারের ড্রোন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ধাওয়া করল ওই ব্যক্তিকে। যার সূত্র ধরেই পরবর্তীতে পুলিশ ঘাতক ব্যক্তিতে সনাক্ত করতে সক্ষম হয়।
জানা গেছে, সোমবার অমরাবতীর একটি বিয়ের মঞ্চে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম রঘো জিতেন্দর বক্সী। সে বরের উপর মঞ্চেই তিনবার ছুরি দিয়ে আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
এই আকস্মিক হামলায় বিয়ের অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বরকে ছুরিকাঘাতের পরপরই অনুষ্ঠানে ভিডিওগ্রাফি করা এক ব্যক্তি তৎক্ষণাৎ তার ড্রোন দিয়ে হামলাকারীর পিছু নেয়। অভিযুক্ত রঘো জিতেন্দ্র বক্সী তার এক সাথীকে নিয়ে মোটরবাইকে করে পালানোর চেষ্টা করছিল। ড্রোনটি প্রায় দুই কিলোমিটার পথজুড়ে তাদের ধাওয়া করে, এবং সেই পালানোর দৃশ্যের সম্পূর্ণ ফুটেজ ড্রোন ক্যামেরায় রেকর্ড হয়ে যায়।
হামলার পর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেই গুরুত্বপূর্ণ ড্রোন ফুটেজটি ব্যবহার। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিজে নাচের সময় সামান্য বচসার জেরেই অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। পুলিশ ড্রোন ফুটেজের সাহায্যে অভিযুক্তের পরিচয় এবং তার পালানোর পথ নিশ্চিত করেছে। বর্তমানে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/নাজমুল