আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ডাবল কেবিন পিকআপে আগুন ধরে যায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। গণপূর্ত অফিসের নৈশপ্রহরী আব্দুর রহিম জানান, ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসের ভেতরে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অফিস প্রাঙ্গণে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
নিরাপত্তা প্রহরী আরও জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ