গত দেড় মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে খুঁজে পেয়েছে সন্তানরা। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদীর ট্রাস্ট ওল্ড এজ অ্যান্ড কেয়ার হোম থেকে তাকে বাড়ি ফিরিয়ে নিয়েছেন সন্তানরা।
তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের জানকী নাথ বিশ্বাসের স্ত্রী সভ্য রানী বিশ্বাস (৭৫)।
নিখোঁজ বৃদ্ধার ছেলে গৌরাঙ্গ বিশ্বাস বলেন, আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের আমার বোনের বাড়ি থেকে মা হারিয়ে যায়। তাকে একাধিক জায়গায় খুঁজেও পায়নি। গত মঙ্গলবার রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পারি মা টরকীর একটি আশ্রমে আছেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে বুধবার তাকে বাসায় ফিরিয়ে এনেছি।
গৌরনদীর টরকী বন্দরের ট্রাস্ট ওল্ড এজ অ্যান্ড কেয়ার হোমের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, প্রায় দেড় মাস আগে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকীর চর এলাকার ব্রিজের পাশে বসে ওই বৃদ্ধা কান্নাকাটি করছিলো। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ওই বৃদ্ধা মাকে উদ্ধারের পর থানায় জিডি করে হোমে নিয়ে আসা হয়। তার পরিচয় খুঁজে পেতে হোমের প্রতিষ্ঠাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
তারপর পোস্টটি নিখোঁজ বৃদ্ধার স্বজনরা দেখে তার পরিচয় নিশ্চিত করেন। পরে বৃদ্ধাকে তার ছেলের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া