“গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট-২০২৫ এর পর্দা উঠেছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
অনুষ্ঠানে নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিনের সঞ্চালনায়
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন।
এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, টেনিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, খেলোয়াড় প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় খেলা দেখতে বিভিন্ন শ্রেণিপেশার, সব বয়সের টেনিস খেলা প্রেমী দর্শকরা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টে দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রতিটি খেলা দর্শকরা শৃঙ্খলা বজায় রেখে বিনা টিকিটে উপভোগ করতে পারছেন।
আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গণে টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। সমাপনী খেলা শেষে ওই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিবৃন্দরা, বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেবেন।
বিডি-প্রতিদিন/তানিয়া