নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে শার্শার নাভারন বাজারে যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে মিছিলটি নাভারন সেবা ক্লিনিকের মোড় থেকে সাতক্ষীরা মোড় পর্যন্ত প্রদক্ষিণ শেষে কলেজ গেটে এসে শেষ হয়। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু মিছিলটির নেতৃত্ব দেন।
তিনি বলেন, যুবদলের একটি কর্মী বেঁচে থাকলেও তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকে প্রতিহত করবে। এদেশের মাটিতে তারা রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান সদস্য হাবিব জিয়া, কৃষক দলের আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক মিলন শাহজালাল আগুন ও ছাত্রদল নেতা জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া