রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- ফাহিম (২৩), পলাশ (২২), রাসেল (২৮), ওবায়দুল (৩৩), আলমগীর (৩৮), সাকির হোসেন (৩১), গোলাম হোসেন (৪৫), বাদল (৫৮), শ্যামলী বেগম সাথী (২৭), মোবারক (৩১), তানভীর আহমেদ সাব্বির (২২), অনিক (৩৩), নিয়মত উল্লাহ (২৫) ও ইমন ওরফে অনিল (২৫)।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, দুটি বিদেশি মদের বোতল, দুটি ডিজিটাল পরিমাপ মেশিন ও ২৪২ টাকা জব্দ করা হয়।
রবিবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই