রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধা আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বার অ্যাসোসিয়েশন।
রবিবার দুপুরে আদালত চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এতে অ্যাডভোকেট এটিএম শরিফুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট সেকেন্দার আযম আনাম, আব্দুল হালিম প্রামানিক পিপি, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, অ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, অ্যাড. সাঈদ আল আসাদ, অ্যাড. মিজানুর রহমান মিজান, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু ও সরওয়ার হোসেন বাবুলসহ অনেকে।
বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিচারকদের নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা এবং বিচার সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/সুজন