যশোরের শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্য অতীতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে জনগণ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে ভুয়া জান্নাতের টিকিট বিক্রি করছে। এটি ধর্মের নামে ব্যবসা, যার পরিণতি আল্লাহর গজব ছাড়া কিছুই হতে পারে না।
তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৭ বছরের দমন-পীড়ন ও ইতিহাস বিকৃতির কারণে অনেকেই বিএনপির অবদান ভুলে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছিলেন। গার্মেন্ট শিল্প, বৈদেশিক মুদ্রা অর্জন, খাল খনন—সবকিছুই ছিল তার যুগান্তকারী উদ্যোগ। ফারাক্কা সমস্যা থেকে দক্ষিণ তালপট্টি—ভারতের সঙ্গে যেকোনো ইস্যুতে তিনি ছিলেন আপসহীন। ইরান–ইরাক যুদ্ধকালীন মুসলিম বিশ্বের ঐক্যের উদ্যোগই তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যার দিকে ঠেলে দেয়।
তিনি বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, তিনি মেয়েদের শিক্ষাকে বিনামূল্য করেছেন, বৃত্তির ব্যবস্থা করেছেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন এবং দেশের উন্নয়নে অসংখ্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন।
শনিবার নিজামপুর ইউনিয়নের কেরালখালি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাসাবাড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতা।
বৈঠকে তৃপ্তি বলেন, তিনি এমপি নির্বাচিত হলে শার্শার সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, এমপিওভুক্তিতে সহায়তা, শিক্ষিত তরুণদের চাকরির ব্যবস্থা, চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান, নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং চাঁদাবাজি ও দালালবৃত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলবেন এবং বেনাপোল পোর্টকে ডিজিটালাইজেশন করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরউল্লাহ, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান লাল্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল