বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর উদ্যোগে দিনব্যাপী গরিব-অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী নবারুল জুট মিলস খেলার মাঠে এই কর্মসূচি পালিত হয়। মোট ১১টি বুথের মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আলট্রাসনোগ্রাম, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিগত ১৭ বছর এ দেশের সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। সরকারি হাসপাতালগুলো চলতো দলীয় প্রভাবে। সেজন্য সেবাখাত একেবারে ধ্বংসের দিকে পৌঁছে গিয়েছিল। চিকিৎসার অভাবে অনেক মানুষ অকালে মৃত্যু বরণ করেছেন।
তিনি বলেন, আমার নেতা তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, তাতে চিকিৎসা সেবাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। সাধারণ মানুষ যেন স্বল্প খরচে সরকারি হাসপাতাল থেকে সেবা নিতে পারে—সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। বিনা চিকিৎসায় কাউকে আর মরতে হবে না।
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জে একটি আধুনিক হাসপাতাল করা হবে, যাতে রূপগঞ্জবাসী ঢাকায় না গিয়ে এখানেই সঠিক চিকিৎসা সেবা পেতে পারেন।
বিডিপ্রতিদিন/কবিরুল