নারী ক্রিকেটে সম্প্রতি উঠে আসা বিভিন্ন অভিযোগের একটি ছিল অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেখানে তারা কোনো অনিয়ম পায়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর পক্ষ থেকে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছিল। বিসিবি জানায়, চিঠি পাওয়ার পরও বোর্ডের তখনকার নির্বাচনপূর্ব ও তৎপরবর্তী জটিলতার কারণে বিস্তারিত তদন্ত করা সম্ভব হয়নি।
নতুন বোর্ড গঠনের পর অভিযোগগুলো পুনরায় পর্যালোচনা করা হয় এবং কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অভিযোগগুলো নিয়ে একটি পৃথক তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছে বিসিবি।
বিডি প্রতিদিন/আশিক