দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান টেস্ট ম্যাচে আর মাঠে নামতে পারবেন না ভারতের অধিনায়ক শুভমান গিল। গলা ও ঘাড়ে চোট পাওয়ায় পুরো ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
রবিবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিসিসিআই জানায়, ‘কলকাতায় চলমান টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক শুভমান গিল ঘাড়ে চোট পান। দিনের খেলা শেষে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। তিনি আর এই টেস্ট ম্যাচে খেলবেন না। বিসিসিআই মেডিকেল দল তাকে নজরে রাখবে।’
শনিবার সকালে ভারতের প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন গিল। কিন্তু মাত্র তিন বল খেলেই তিনি তীব্র গলা ও ঘাড়ের ব্যথায় ক্রিজ ছাড়েন। তিনি চার রানের বেশি করতে পারেননি।
মাঠ ছাড়ার কিছু ঘণ্টা পরই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তার গলায় তখন সারভাইক্যাল কলার ছিল। সেখানে চিকিৎসা করছেন ডা. সপ্তর্ষি বসু। হাসপাতাল সূত্র জানায়, তাকে আনার পর এমআরআই স্ক্যান করা হয়।
গিল দ্বিতীয় দিনের অল্প সময়ের ব্যাটিংয়েও দৃশ্যত অস্বস্তিতে ছিলেন। তিন বল খেলার পরই তিনি ব্যথা সামলাতে না পেরে ‘রিটায়ার্ড হার্ট’ হন। শুরুতে বিসিসিআই এটিকে ‘নেক স্প্যাজম’ বলে জানায়। তবে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার খবর আসার পর শঙ্কা আরও বাড়ে।
ভারতের বোলিং কোচ মরনে মর্কেল অবশ্য বলেন, এটি অতিরিক্ত খেলার চাপের কারণে নয়। তার ভাষায়, এই ব্যথা বেশি সম্ভবত ‘খারাপ ঘুমের’ কারণ। তিনি বলেন, গিল ‘খুবই ফিট’ এবং নিজের ফিটনেস নিয়ে খুব সতর্ক।
বিডি প্রতিদিন/নাজিম