পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি সম্প্রতি বোলিং গতি নিয়ে উঠা সমালোচনার সরাসরি জবাব দিয়েছেন। সম্প্রতি তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে তার বোলিং গতি কমে গেছে, এবং এই কারণে ম্যাচে উইকেট কম আসছে।
শাহীন এই সমালোচনাকে ভিত্তিহীন দাবি করে জানালেন, তার গতি কমেনি, বরং তিনি নিয়মিতই ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করছেন এবং সর্বোচ্চ গতি ছুঁয়েছেন ১৫০ কিলোমিটার।
এক সাক্ষৎকারে আফ্রিদি বলেন, ‘আমি ১৫০ আর ১৪৮ কিলোমিটার গতিতে বল করেছি, আর আমার গড় গতি সবসময়ই ১৪০-এর আশেপাশে থাকে। কখনো কখনো শরীর সাড়া দেয় না। বেশি ক্রিকেট খেললে বুঝতে পারেন নিজেকে কোথায় উন্নতি করতে হবে। এসবের আলাদা করে ব্যাখ্যার দরকার নেই।’
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন ২৫ বছর বয়সী এই পেসার। ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের হয়ে ৭ ম্যাচে সর্বোচ্চ ১০ উইকেট নেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিয়ে ৫ উইকেট শিকার করেন এই তারকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ভালো করেছিলেন তিনি, ২ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।
ওয়ানডে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজেও খেলেছেন আফ্রিদি। যদিও এখন পর্যন্ত উইকেটশূন্য তিনি।
বিডি প্রতিদিন/নাজিম