ক্রাইস্টচার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে জয়ের পথে নিয়ে গেলেন ড্যারিল মিচেল। তার ১১৯ রানের ইনিংসের উপর ভর করে কিউইরা ৭ উইকেটে তোলে ২৬৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করেও থামল ৭ রানে পিছিয়ে।
২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। মাত্র ৪ রান করে কাইল জেমিসনের বলে টম লাথামের হাতে ক্যাচ দেন ওপেনার জন ক্যাম্পবেল। এরপর কেসি কার্টি ও অ্যালিক আথানাজে দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়লেও তা আসে ১০৮ বলে।
ধীরগতির সেই সূচনার খেসারত হিসেবে শেষ দিকে জাস্টিন গ্রেভস (৩৮) ও রোমারিও শেফার্ডের (২৬) ২৯ বলে গড়া অপরাজিত ৫৩ রানের জুটিও ম্যাচ জেতাতে পারেনি। এর আগে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন শেরফান রাদারফোর্ড। কিউই বোলারদের মধ্যে জেমিসন নেন সর্বোচ্চ ৩ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে শক্ত ভিত গড়ে দেন ড্যারিল মিচেল। ১১৮ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ১২ চার ও ২ ছক্কা। ওপেনার ডেভন কনওয়ে খেলেছেন ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেডন সিলস, নেন ৩ উইকেট।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/মুসা