ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গামুক্ত ভোটার তালিকা প্রণয়ন করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সংশ্লিষ্ট নাম কর্তনের বিষয়ে সুপারিশ পাঠাতে বলেছে সংস্থাটি।
সম্প্রতি মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার পর ইসি সচিব আখতার আহমেদ নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ভোটার তালিকায় কোনো রোহিঙ্গা ভোটার আছে বলে অবগত হলে রেজিস্ট্রেশন অফিসারের মাধ্যমে তদন্ত সাপেক্ষে ভোটার তালিকা থেকে তাদের নাম কর্তনের সুপারিশসহ প্রস্তাব নির্বাচন কমিশনে করতে হবে।
এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) সংশোধন এবং সরকারি ফি পুনর্নির্ধারণ তা প্রচারের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।
অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডে কর্মচারী নিয়োগ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্পন্ন করা, আঞ্চলিক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সারা বছর মৃত ভোটার কর্তনের সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।
সূত্র : বাংলানিউজ
বিডি প্রতিদিন/এমআই