তরুণ প্রজন্মের কাছে লোকগ্রামের হারিয়ে যাওয়া সংস্কৃতি তুলে ধরতে প্রথমবারের মতো অগ্রহায়ণের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হলো আদি নববর্ষ উৎসব। রবিবার সকাল ১০টায় চারুকলা অনুষদে চিত্রশিল্পীদের আঁচড়ে উৎসবের উদ্বোধন হয়।
ডাকসু ও ‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী চার পর্বের এই আয়োজন হয়। প্রথম পর্বে বিশিষ্ট চিত্রশিল্পী ও চারুকলার সাবেক–বর্তমান শিক্ষার্থীরা জুলাই ও নবান্ন থিমে ছবি আঁকেন।
বেলা সাড়ে ১২টায় চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে জুলাই, জেলে জীবন ও কৃষিজীবন নিয়ে তিনটি মোটিফ রাখা হয়। পাশাপাশি ধানের কুলা, গামছা–কাস্তে হাতে কৃষক, পালকি এবং মাছ ধরার দৃশ্য শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। বিকাল থেকে রাত পর্যন্ত বকুলতলায় আবৃত্তি, নাচ, গান ও জাদু পরিবেশনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। উৎসবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানসহ ডাকসুর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল