মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। রবিবার বিকেল থেকে তিনি মোংলার দিগরাজ বাজার এলাকায় ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগ করেন।
এ সময় তিনি দিগরাজ বাজার ও স্থায়ী বন্দর শিল্প এলাকায় বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের মাঝে দলের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে জনমত তৈরির আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নিয়ে পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র এবং মনোনয়ন প্রত্যাশী জুলফিকার আলী বলেন, “আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। মাঠে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমাকে মনোনয়ন দেওয়া হলে এ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।”
লিফলেট বিতরণ ও গণসংযোগে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল