বান্দরবানের থানচির নাফাখুমের পানিতে তলিয়ে যাওয়া পর্যটক ইকবাল হোসাইনের (২৫) মরদেহ ঘটনার ৪৮ ঘণ্টা পর ঘটনাস্থল থেকেই উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার বিকেল ৪টার দিকে নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়।
থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি উদ্ধারের পর থানচি উপজেলা সদরে নিয়ে আসা হচ্ছে। তবে উপজেলা সদরে পৌছতে পৌছতে রাত ৯টা লেগে যেতে পারে।
স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার ১৪ নভেম্বর ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ১০/১১ জনের একটি পর্যটক দল আলীকদম হয়ে থানচির তিন্দু পয়েন্টে পৌছে। সেখান থেকে তারা নাফাখুমে চলে যায়। বিকেলে নাফাখুমে গোসল করতে নামলে পা পিছলিয়ে গভীর পানিতে তলিয়ে যান ইকবাল হোসাইন।
থানচি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার জানান, পর্যটকের পানিতে ডুবে যাবার ঘটনার খবর পাবার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান শুরু করে। তিনি জানান, এই পর্যটক দল একটি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের মাধ্যমে গোপনে নাফাখুম ভ্রমণে যায়। দলটি পর্যটন তথ্য কেন্দ্রে নিজেদের নিবন্ধন করেনি এবং স্থানীয় কোন ট্যুর গাইডকেও সাথে নেয়নি।
বিডি প্রতিদিন/এএম