রংপুরের কাউনিয়ায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার কমিউনিটি মোবিলাইজেশন মো. জিয়াউর রহমান। ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাহিদুল ইসলাম।
গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়কফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলিপুওর পিপল ইউরোপিয়ান ইউনিয়ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ এবং এসকল ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে অবহিত হওয়া। স্থানীয় পর্যায়ে অতিদরিদ্র গর্ভবর্তী ও প্রসূতি নারীদের এএনসি/পিএনসি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি করা। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য গ্রোথ মনিটরিং কার্যক্রম সেবার আওতায় আনা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যকরভাবে কার্যক্রম বাস্তবায়ন করা। ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন প্রসপারিটি গ্রাম কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তির ফোরামের সদস্য, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম