জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র বিতরণ চলছে। বিতরণের দ্বিতীয় দিনে ২৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহণ করেছেন। এ নিয়ে দুই দিনে সংগ্রহ করেছেন ৩১ প্রার্থী।
রবিবার(১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে জকসুর অস্থায়ী নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সরজমিন ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সংগ্রহ করা যাচ্ছে মনোনয়নপত্র। এদিন বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিন সহ-সভাপতি (ভিপি) পদে নিজেদের স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তৌহিদ চৌধুরী। তবে এখনো কোনো ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন নি।
তবে একাধিক সংগঠনের নেতারা জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৬ নভে্বের) সকাল থেকে তারা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এছাড়া নিজেদের মধ্যে প্যানেল ঘোষণা নিয়েও শেষ মুহূর্তের প্রস্তুতি সেড়ে নিচ্ছেন ছাত্র সংগঠনগুলো।
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের দুই দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল থেকে একটি মনোনয়নপত্রও সংগ্রহ করেনি নারী শিক্ষার্থীরা। হল শিক্ষার্থী সংসদে বেলা ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ বিতরণ করছে নির্বাচন কমিশন।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বরই) শেষ দিন সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জকসু'র অস্থায়ী কার্যালয় (শহিদ সাজিদ ভবনের নিচতলায় পুরাতন আইসিকিউ কক্ষ) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনারের এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এবং হল সংসদের প্রার্থীরা ছাত্রী হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এছাড়া আজ ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। ১৩ নভেম্বর ও ১৬, ১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ।
এছাড়া ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবশেষ ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
অন্যদিকে ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করার পর, ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
এদিকে প্রত্যাহার হওয়া প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এরপর ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।
বিডি প্রতিদিন/কামাল