পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যা মামলায় দুই শ্যুটারসহ চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল, শ্যুটার রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল ও শামীম আহম্মেদ।
এদিন অস্ত্র মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর সূত্রাপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।
প্রথমে তাদের গ্রেফতার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত। পরে রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে নেওয়া হয়। এরপর রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।
রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।
এর আগে, ১২ নভেম্বর মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় দুই শ্যুটারসহ পাঁচজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/কেএ