জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ইইই বিভাগে অনুষ্ঠিত হলো ‘চলো জাপান—ক্যারিয়ার পাথ সেমিনার’। শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে এনইউবির ইইই বিভাগ ও ড্যাফোডিল জাপান আইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন এনইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. (ইঞ্জি.) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সার্দার মাহমুদ হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল জাপান আইটির ব্যবস্থাপনা পরিচালক তারু ওকাজাকি। তিনি জাপানের আইটি খাত, দক্ষ কর্মীর চাহিদা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়ে তার বক্তব্য দেন। তিনি জানান, জাপানে সুযোগ পেতে ভাষাজ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও সাংস্কৃতিক মানিয়ে নেওয়ার ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ।
সেমিনারে জাপানে সফল বাংলাদেশি শিক্ষার্থীদের উদাহরণ তুলে ধরা হয়, যা অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করে। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা ও চাকরির প্রস্তুতি বিষয়ে পরামর্শ নেন।